• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

দেশের পেক্ষাগৃহে ঈদে মুক্তি পেয়েছে ‘নবাব’, ‘রাজনীতি’ ও ‘বস-২’

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৭, ২০১৭

বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে থাকে দর্শকদের বাড়তি আগ্রহ। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ঈদের দিন (সোমবার) দেশের পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের সিনেমা- ‘নবাব’, ‘রাজনীতি’ ও ‘বস-টু’।

নবাব ও বস-টু সিনেমা দুটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে আন্দোলন করছে চলচ্চিত্র ঐক্য জোট। অন্যদিকে, সিনেমা দুটি মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন হল মালিক ও বুকিং এজেন্টের নেতারা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘রাজনীতি’, ‘বস-টু’ ও ‘নবাব’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে ‘রংবাজ’।

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’তে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘বস-টু’ সিনেমায় ওপার বাংলার অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী ও নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল আজিজ ও বাবা যাদব। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি এ ছবিটি জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।