• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিপিএল টিকিট, মিডিয়ার তোপের মুখে কালোবাজারিরা : সাংবাদিকদের প্রবেশ নিষেধ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সিলেট বিভাগীয় স্টেডিয়ামের খেলার টিকিট বিক্রি নিয়ে ১ নভেম্বর মিডিয়ার তোপের মুখে পড়ে কালোবাজারিরা। এরই জেরে কোন নোটিশ ছাড়া সাংবাদিকেদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়নি বৃহস্পতিবার সারাদিন।
অপর দিকে চারটি বুথ ছাড়াও বিশেষ বুথে ছাত্রলীগ নেতাকরর্মীদের নিজ হাতে টিকিট বিক্রি করছেনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্য্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী।
সরজমিনে দেখা যায়, নির্ধারিত চারটি বুথ ছাড়াও জেলা ক্রীড়া ভবনের বাম দিকের জানালায় বিশেষ ব্যবস্থায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে নিজ হাতেই টিকিট বিক্রি করেন বিজিত চৌধুরী। সেখানে দাড়ানো টিকিট প্রত্যাশীরা জানান তারা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের কর্মী।
এদিকে টিকিট বিক্রির প্রথম দুই দিন সংবাদ মাধ্যমের কর্মীরা অবাধে সিলেট জেলা স্টেডিয়াম প্রবেশ করতে পারলেও ২ নভেম্বর থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ এর জন্য পূর্ব থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা বা প্রেস রিলিজও দেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত স্টেডিয়ামের প্রধান ফটকেরে সামনে দাঁড়িয়ে সময় কাটিয়েছেন সংবাদকর্মীরা। প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন পত্রিকা কাউকেই প্রবেশের সুযোগ দেওয়া হয়নি এসময়। প্রবেশ নিষেধের বিষয়ে সংশ্লিষ্টরা কথা বলতেও অপরাগতা জানান।
সাংবাদিকদের অনেকেই অভিযোগ করছেন, আগের দু’দিন টিকিট বিক্রি নিয়ে কালোবাজারিসহ নানা খবর প্রকাশের কারণেই এদিন সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম অসুস্থ। বক্তব্য জানার জন্য কার্য্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরীর মুঠোফোন কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।