• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে টমটম উল্টে ৪ কলেজ শিক্ষার্থী আহত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট-রসুলগঞ্জ বাজার সড়কে টমটম উল্টে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার হাসপাতাল পয়েন্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, পৌর শহরের ইসহাকপুর গ্রামের আফসার উদ্দিনের কন্যা আফসানা বেগম (২০), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কয়েছ (২৬), আব্দুল খালিকের কন্যা ফাহমিদা আক্তার (২১) ও লুদরপুর গ্রামের শাহ মোহাম্মদ উকিল আলীর কন্যা সুমি সিদ্দিকা (১৭)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহত শিক্ষার্থীরা জগন্নাথপুর ডিগ্রি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো কলেজে আসতে থাকেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী বহনকারী একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই চার শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে আফসানা বেগমকে স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে অভিভাবকরা তাকে সিলেটে নিয়ে চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন। বাকিদের চিকিৎসা শেষে বাড়ীতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল্লাহ কায়সার।