• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০১৮

ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয় দেবী আজ শুক্রবার ভোরে কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডে নিজের বাড়িতে হৃদরোগে অক্রান্ত হয়ে মারা গেছেন । তার মেয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এখবর জানায়।
১৯৩৩ সালের ৮ জানুয়ারি জন্ম নেয়া সুপ্রিয়া দেবীর প্রথম ছবি ‘বসু পরিবার’। উত্তম কুমারের সঙ্গে ‘সোনার হরিণ’ চলচ্চিত্রে অভিনয়ের পর তাকে আর পিছনে ফিরতে হয়নি। এরপর দীর্ঘ ৫০ বছর ধরে তিনি ভারতীয় বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন।
চৌরঙ্গী’ (১৯৬৮), বাঘ বন্দী খেলা, মেঘে ঢাকা তারা (১৯৬০) তার সাড়া জাগানো ছবিগুলোর অন্যতম।
তিনি পদ্মশ্রী ও পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বঙ্গবিভূষণ লাভ করেন। এছাড়া তিনি ফিল্মফেয়ার ইস্ট আজীবন সম্মাননা লাভ করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে বলেন, ‘বাংলার কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরির (দেবী) মৃত্যুতে গভীর আমি খুবই মর্মাহত। তার চলচ্চিত্রের মাধ্যমে আমরা তাকে ভালোবাসার সঙ্গে স্মরণ করবো। তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’

 

২৬ জানুয়ারি, ২০১৮ (বাসস/পিটিআই)