• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটের ১৫ আসনে ১২ টিতে বর্তমান, তিনটিতে নতুন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসনে মনোনয়নের প্রাথমিক মনোনয়নপত্র দিয়েছে আওয়ামী লীগ। এই ১৫ জনের মধ্যে নতুনের চেয়ে পুরাতনের সংখ্যাই বেশি। গত রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি বিতরণ করা হয়। সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি, সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টি, মৌলভীবাজারের ৪টি আসনের মধ্যে ৩টি ও হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টিতে দলীয় প্রার্থীদের প্রথমিক মনোনয়নপত্র দিয়েছে আওয়ামী লীগ। বাকি ৪টি আসনের মধ্যে মহাজোটের শরীক জাতীয় পার্টি ও যুক্তফ্রন্টের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

মনোনয়ন পাওয়া ১৫ প্রার্থীর মধ্যে ১২ জনই পুরাতন। তাদের মধ্যে একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। তবে, মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনসহ ৩টি আসনে এবার নতুন মুখ এসেছেন। এছাড়া, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। বর্তমান এমপি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনের পরিবর্তে এবার দলের মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

সিলেট জেলার ৬টি আসনের ৫টিতে আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন-সিলেট-১ আসনে (সিলেট সদর-সিটি কর্পোরেশন) ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-ফেঞ্চুগঞ্জ) ইমরান আহমদ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নূরুল ইসলাম নাহিদ। সিলেট জেলার প্রার্থীদের মধ্যে নতুন মুখ সিলেট-১ আসনের ড. এ কে মোমেন। হাফিজ আহমদ মজুমদার ২০০৮ সালে সিলেট -৫ আসনের এমপি ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

এদিকে, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে এ আসনে জাতীয় পার্টির এমপি ইয়াহইয়া চৌধুরী ইয়াহইয়া রয়েছেন।

সুনামগঞ্জের ৫টি আসনের ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন- সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ (দিরাই, শাল্লা) আসনে জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ (ছাতক, দোয়ারাবাজার)আসনে মুহিবুর রহমান মানিক। সুনামগঞ্জের ৪ জনই পুরাতন সংসদ সদস্য। এ জেলার মধ্যে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে আসনটিতে জাতীয় পার্টির সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ রয়েছেন।

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নেছার আহমদ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এদের মধ্যে মৌলভীবাবাজর-১ ও ৪ আসনের প্রার্থী পুরাতন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ। এ আসনের বর্তমান এমপি আব্দুল মতিন।

হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আবু জাহির ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দলীয় প্রার্থী হিসেবে মাহবুব আলীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। ঘোষণার বাকি হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পর্টির বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম বাবু রয়েছেন।

নবম সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৭টিতে আওয়ামী লীগ এবং দুটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এ নির্বাচনে মহাজোটের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ১৫টি এবং জাতীয় পার্টি চারটি আসনে বিজয়ী হয়।