• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৮
‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব আটক

সিলেট সুরমা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে ‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব কে.এম হারুন অর রশিদকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের-৩ (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার রাজধানীর গুলিস্তান এলাকা হতে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৩ এর কোম্পানি অধিনায়ক আশেকুর রহমান।

তিনি জানান, কে.এম হারুন অর রশিদ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে নিয়ে মিথ্যা-বানোয়াট নিউজ পোস্ট দিচ্ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয়। তার দেয়া পোস্টগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।