• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত মনসুরের পরিবারকে শান্তনা দিতে জমিয়ত নেতৃবৃন্দ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
গ্রেফতারকৃত মনসুরের পরিবারকে শান্তনা দিতে জমিয়ত নেতৃবৃন্দ

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত হাফিজ মনসুর বিন সালের পরিবারের খুজ খবর ও শান্তনা দিতে ২৬ অক্টোবর শনিবার বিকালে তার উপশহরস্থ বাসায় যান সিলেট জমিয়তে উলামায়ে ইসলাম ও যুব জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় জমিয়ত নেতৃবৃন্দ হাফিজ মনসুর বিন সালের পরিবারের খোজখবর নেন ও শান্তনা দেন এবং মুক্তির জন্য মহান আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাত করেন জমিয়ত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ ছালিম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর সমাজসেবক সম্পাদক হাফিজ কবির আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুল রহমান, সহ-সভাপতি মো. আবুল খয়ের, সাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।