• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ আলিয়া মাদ্রাসা মাঠে আর্ন্তজাতিক কিরআত সম্মেলন ২০২০

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
আজ আলিয়া মাদ্রাসা মাঠে আর্ন্তজাতিক কিরআত সম্মেলন ২০২০

আজ  রবিবার (৯ ফেব্রুয়ারী) ঐতিহ্যবাহী সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্ন্তজাতিক কিরআত সম্মেলন ২০২০। তারীকুল কুরআন পরিষদ সিলেটের উদ্দ্যোগে ওই দিন দুপুর ২টা থেকে এ সম্মেলন শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান ও তারীকুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরী।

তারীকুল কুরআন পরিষদের সভাপতি আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরী জানান, সম্মেলনে কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) এর সভপতি বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারি, মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের কারীম মানসূরী এবং মালয়েশিয়ার ওয়ান আইনুদ্দীন হিলমি বিন আবদুল্লাহ।

এছাড়া দেশের অনেক প্রখ্যাত কারিও উপস্থিত থেকে কেরাত পরিবেশন করবেন। বিশ্বের সেরা কারিদের তেলাওয়াতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারীকুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি