• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ৫ লাখ ও আহতরা পাচ্ছেন এক লাখ টাকা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪
গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ৫ লাখ ও আহতরা পাচ্ছেন এক লাখ টাকা

প্রাথমিকভাবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ একশত কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এ টাকা দেওয়া হয়।

মঙ্গলবার (সেপ্টেম্বর ১৭) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকার এই চেক গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সম্পাদক আন্দোলনে নিহত মীর মুগ্ধ’র যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে তুলে দেন।