• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাজধানীর অভিজাত এলাকা বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তাকে ডিবিতে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।