• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ‘এই নদী এই মাটি’ গানের সিডি’র মোড়ক উন্মোচন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
সুনামগঞ্জে ‘এই নদী এই মাটি’ গানের সিডি’র মোড়ক উন্মোচন

সুনামগঞ্জে কবি ও গীতিকার ডা. মোহাম্মদ আলী খানের রচিত গান এর সিডি ‘এই নদী এই মাটি’র মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

মোড়ক উন্মোচন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (অব:) ড. মোহাম্মদ আলী খান। তিনি তার বক্তব্যে ‘এই নদী এই মাটি’ গানের সিডি সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমুখ।

পরে শিল্পকলার পাগল হাসান কুঞ্জে দুইদিন ব্যাপী বাউল উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।