• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাল্লায় যুক্তরাজ্য বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
শাল্লায় যুক্তরাজ্য বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় বিএনপি নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে শাল্লা বিএনপির কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শাল্লা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আবু তাহের, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) এর সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর সহোদর ও দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক মিয়া, দিরাই উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, শাল্লা উপজেলা বিএনপির সহসভাপতি ও বাহাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে যে আপনাদের পাশে ছিল তিনিই আপনজন। আপনাদের উপস্থিতিই প্রমান করে সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে কতটুকু ভালবাসেন। উনি একটু অসুস্থ সবার দোয়ায় সুস্থ হয়ে শীগ্রই আপনাদের সাথে দেখা করবেন। আপনারা কোন সাংগঠনিক পরিপন্থী কার্যক্রম করবেন না, জোর জুলুম করবেন না, মনে রাখবেন আমরা কিন্তু সরকার নই। তবে এই সরকারকে সহযোগিতা করব। আমাদের নেতা তারেক রহমান কিছু মামলা থেকে মুক্তি পেয়েছেন, আর যেগুলো মামলা রয়েছে আইনী প্রক্রিয়ায় শেষে অবশ্যই বীরের মতো দেশে আসবেন। তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামীলীগ মাঠে নাই তার মানে এই নয় বিএনপি খুব সহজে সরকার গঠন করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে ভালবেসে তাদের সমর্থন নিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এসময় তারেক রহমান, নাছির উদ্দীন চৌধুরী ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।