• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সং ঘ র্ষে আ*হ*ত বৃদ্ধের মৃ ত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
সং ঘ র্ষে আ*হ*ত বৃদ্ধের মৃ ত্যু

সুনামগঞ্জের ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের বৃদ্ধ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

 

তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। এর আগে সোমবার সকালে পজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আরিফ গুরুতর আহত হন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে আরিফ উদ্দিন ও আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এসময় গুরুতর আহত আরিফ উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান- ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।