• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভেনেজুয়েলায় খাদ্যের অভাবে মারা পড়ছে চিড়িয়াখানার প্রাণী

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: ভেনেজুয়েলার অন্যতম প্রধান একটি চিড়িয়াখানার প্রায় ৫০টি প্রাণী খাদ্যের অভাবে মারা গেছে। দেশটিতে ছয়মাস ধরে ভয়াবহ খাদ্য ঘাটতি চলছে।
বিবিসি বলছে, রাষ্ট্রীয় পার্কের পেশাজীবী ইউনিয়নের নেতা মার্লিন সিফনটেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেশ কয়েকটি প্রাণী দুই সপ্তা কোনোকিছু খেতে না পেয়ে মারা গেছে।
তিনি বলেন, কারাকাসের চিড়িয়াখানায় থাকা সিংহ ও বাঘগুলোকে মাংসের পরিবর্তে খাদ্য হিসেবে আম এবং কুমড়া খাওয়ানো হয়েছে।
তবে সরকারি কর্মকর্তারা খাদ্য স্বল্পতার কারণে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ।
অন্যান্য শহরের চিড়িয়াখানাগুলোর অবস্থা আরো শোচনীয়। স্থানীয় ব্যবসায়ীদের চিড়িয়াখানার প্রাণীদের জন্য ফলমূল, সবজি এবং মাংস দান করার জন্য বাধ্য করা হচ্ছে।
মার্লিন সিফনটেস বলেন, কারাকাসের চিড়িয়াখানার প্রাণীদের এই গল্প ভেনেজুয়েলার দুর্ভোগের রূপক।
ভেনেজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। খাদ্য ঘাটতির কারণে দেশটিতে দফায় দফায় লুটপাটের ঘটনাও ঘটেছে।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সংকটকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ অভিহিত করে এর জন্য ব্যবসায়ী ও বিরোধীপক্ষগুলোকে দায়ী করেছেন।
কিন্তু বিরোধীপক্ষগুলো অভিযোগ করছে, সরকারের অব্যবস্থাপনা এবং তেলের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটি দেশ।