• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পারিবারিক বিরোধের জের ধরে শিশুসহ আহত তিন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সেরা মোহাম্মদ পুর গ্রামে জায়গা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে শিশুসহ একই পরিবারের তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত আব্দুস সোবহান ও তারই চাচাতো ভাই ময়না মিয়ার সাথে জয়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার তারই জের ধরে ময়না মিয়া ও আব্দুস সোবাহানের লোক জনের মধ্যে সংঘাতের সৃষ্ঠি হয়। সংঘাতে প্রতিপক্ষের হামলায় আব্দুস সোবাহান(৪০), তারই স্ত্রী সাফিয়া বেগম(৩৬) ও শিশু সন্তান ঝুমা আক্তার সুমা(৮) গুরুত্বর আহত হন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।