• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সাংবাদিক সিদ্দিকুরকে গ্রেফতার ও শিপনের বিরুদ্ধে মামলায় ডিইউজের নিন্দা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক : দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার ও দৈনিক যুগান্তরের প্রতিবেদক শিপন হাবীবের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতারে প্রশাসনকে আরো সহিষ্ণু হওয়ার আহ্বান জানান। বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হলেও কোন সংবাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয়। ওয়েবসাইটে মিথ্যা অশ্লীল তথ্য সম্প্রচার করে মানহানি ও জনমনে ভাবমুর্তি ক্ষুন্ন করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু কোন সংবাদের জন্য মানহানি হলো ও ভাবমূর্তি ক্ষুন্ন হলো তা সুস্পষ্টভাবে বলা হয়নি। ফলে বিবাদীর প্রতি সুবিচার করা হলো কীনা তা খতিয়ে দেখার দাবি রাখে। এদিকে, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছাপানো সংবাদকে মিথ্যা ও বিতর্কিত দাবি করে শিপন হাবীবের বিরুদ্ধে রেলওয়ের নেতা ও কর্মকর্তাদের ২১৫ কোটি টাকার মানহানির মামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ডিইউজের এ দুই শীর্ষ নেতা। তারা সাংবাদিকেদের বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরণের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সিদ্দিকুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে শিপন হাবীবের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।