• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাদেক কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৬

স্টাফ রিপোর্টার :::: দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে একজনকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।  বুধবার সিলেট জেলা দায়েরা জজ আকবর হোসেন মৃধার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ বিএনপি নেতা। উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনের সময় দক্ষিণ সুরমার চণ্ডিপুলের বদিকোনা মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের নামের যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ওই সময় গাড়ীর ভিতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনূরের পিতা কাজী নাসির। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আসামী করে চার্জশিট দেওয়া হয়।