• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

‘তীর শিলং’

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৬

স্টাফ রিপোর্টার :::
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে অবৈধ “তীর শিলং”  জুয়া সিন্ডিকেটের চার সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার সোহান স্টোর থেকে  জুয়া খেলার সরঞ্জামাদিসহ অবৈধ তীর শিলং জুয়া সিন্ডিকেটের চার সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলেন আজহার (২০),  সুমন আহমেদ (২৫), মোঃ রাজু আহম্মদ (৩৫) ও মোঃ আল-আমিন (২০)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে জুয়ার জন্য নেওয়া টাকার জমার স্লিপের ১৫টি বই, ০১টি Sony Stamp pad  ও ০১টি সিল, বিভিন্ন নোটের ১৬০৫/- (এক হাজার ছয়শত পাঁচ) টাকা, দুটি ক্যালকুলেটর, ১ টি রেজিস্টার খাতা, ৪ টি পুরাতন মোবাইল সেট জব্দ করা হয়। মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা জুয়া সিন্ডিকেটের প্রধান হিসেবে নেফাজ আহমদ (৩২) নামের এক ব্যক্তির নাম প্রকাশ করেছে। এছাড়া কলাপাড়া-সহ তাদের সহযোগী হিসেবে সিলেট শহরের বিভিন্ন স্থানের আরো ১২/১৩ জনের নাম প্রকাশ করেছে। পুলিশ জানায়, সিলেট মহানগর-সহ মফশ্বল এলাকার বিভিন্ন উপজেলায় ইদানিংকালে এই অবৈধ তীর শিলং নামক জুয়ার ব্যাপক বিস্তার ঘটেছে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং ভারতীয় শিলং এলাকার কিছু লোক অবৈধ এই জুয়ার আসর চালিয়ে যাচ্ছে। মহানগর এলাকার বিভিন্ন স্থানে তারা এই উদ্দেশ্যে এজেন্ট নিয়োগ করেছে। এজেন্টের মাধ্যমে তারা বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে এবং মোবাইল নেটওয়ার্কে বিজয়ী ঘোষণা করে কিছু কিছু লোকদেরকে পুরস্কারের অর্থ  দিয়ে থাকে। অবৈধ এ জুয়ার নেশায় পড়ে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষেরা সর্বশান্ত হয়ে যাচ্ছে। গরীব দিনমজুর, রিক্সাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী-সহ যারা প্রতিদিনের রোজগারের উপর সংসার চালায় তারা তাদের পরিবারকে বঞ্চিত করে কষ্টার্জিত অর্থ জুয়ার আসরে লাগিয়ে দিচ্ছে। মহানগর ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ এ চক্রের হোতা-সহ অপরাপর সদস্যদের গ্রেফতারের জন্য মহানগর ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।