• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

গান গেয়ে নেতাকর্মীদের উজ্জ্বীবীত করলেন এরশাদ (ভিডিও)

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে জাতীয় পার্টির জনসভায় গান গেয়ে নেতাকর্মীদের উজ্জ্বীবীত করলেন দলের কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় প্রধান রওশন এরশাদ।শনিবার সিলেট রেজিস্টারি মাঠে জাতীয় পার্টির জনসভায় প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে বক্তব্যের এক পর্যায়ে রওশন গেয়ে ওঠেন- ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম’ গানটি। মঞ্চে উপস্থিত অন্য নেতারা এসময় দাঁড়িয়ে করতালি দিয়ে রওশনের সাথে কণ্ঠ মেলান। কণ্ঠ মেলান উপস্থিত কর্মীরাও।এসময় রওশনের পাশে বসা ছিলেন তাঁর স্বামী ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রওশনের গানের সময় তিনি দাঁড়িয়ে গানের সাথে কণ্ঠ মেলান।রওশনের কণ্ঠে গান শুনে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দেয়।