• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খাদিজা হত্যাচেষ্টা মামলা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৬

 স্টাফ রিপোর্টার :::: কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামী বদরুল আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তৌহিদুর রহমান জানান, জবানবন্দী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কড়া পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে হাসপাতাল থেকে এই আসামীকে নিজেদের জিম্মায় নিয়ে এসে আদালতে হাজির করে শাহপরান থানা পুলিশ।
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেলে খাদিজা আক্তার নার্গিস নামের এক কলেজছাত্রীকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিল। তবে ছাত্রলীগ তার পদ খারিজের দাবি করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়।
কলেজছাত্রীকে হত্যাচেষ্টার কারণে শাবি থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।