• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

খাদিজার ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে সেতুবন্ধনের মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৬

বিশ্বনাথ প্রতিনিধি :::
কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানবকণ্ঠ সেতুবন্ধনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে নির্মমভাবে কুপিয়ে আহতকারী কাপুরুষোচিত বদরুল’র দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই নরপশুর বিচার দ্রুত কার্যকর করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হলে আর কোনো ব্যক্তি এধরণের বর্বরোচিত কর্মকান্ড করার সাহস পাবেনা।
সংগঠনের সভাপতি শেখ ফজর রহমানের সভাপতিত্বে ও সংগঠক রাজা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, কবি নাজমুল ইসলাম মখবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য ইরন মিয়া, সংগঠক ডাক্তার বিভাংশু গুণ বিভু, মতিউর রহমান সুমন, সেতুবন্ধনের সদস্য সচিব শামছুল ইসলাম মুমিন, যুগ্ম-আহবায়ক ফজল খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, সমাজসেবক ফারুক মিয়া, দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, সমাজসেবী আশিক আলী, প্রবীণ সাংবাদিক আবদুল আহাদ, প্রবাসী কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিক আলী, ইউপি সদস্য আবদুল মুমিন মামুন, শামিম আহমদ, শিক্ষানুরাগী মাছুম আহমদ মারুফ, আবদুর রউফ,শাহাব উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, মো.আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, শফিকুল ইসলাস সফিক, সংগঠক আমিনুল হক সরকার, আবদুল সালাম মুন্না, কাজী আমির আলী, আবদুল লতিফ, রাসেল আহমদ, আবু সুফিয়ান, আশক আলী, রানা মিয়া, জাবেদ মিয়া, কাওছার আহমদ, কবি মাহবুব আলম এমরান, ছাত্র নেতা শেখ ফরিদ, তারেক আহমদ খজির, রুহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, কিরণ বৈদ্য, একে রাজু, তারেক আহমদ, কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য নাঈম আহমদ, রফিক মিয়া, সংগঠক কবির আহমদ, আমির উদ্দিন, জমসেদ খান, দিলোয়ার হোসেন, সেতুবন্ধনের সদস্য তালহা বিন সুয়েব হেলালী, সিরাজুল ইসলাম, আমির আলী, ভাসানী বারিক, সংগঠক মুহিবুল আলম প্রমুখ। কারিকোনা সমাজ কল্যান সংস্থা একাতœতা পোষন করে মানববন্ধনে অংশ নেয়।