• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম : হামলাকারীদের দেশ ত্যাগের পায়তারা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৬

সংবাদদাতা ::: পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাবার পথে স্বামী-স্ত্রী কে কুপিয়ে আহত করেছে এক প্রবাসী ও তার ভাই। আহত সাইদুর রহমান (৪০) ও তার স্ত্রী আনুরা বেগম (৩০) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। গত সোমবার দুপুরে বানিয়াচংয়ের গড়পার দুদু মিয়ার চালের মিলের সামনে এ ঘটনা ঘটে।  আহত সাইদুর রহমান গড়পার গ্রামের মকসুদ উল্লার ছেলে।  স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে সাইদুর রহমান সিএনজি অটোরিকশাযোগে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি আজমিরি যাচ্ছিলেন । এসময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের জরিফ উল্লার বড় ছেলে আরিফ উল্লাহ ও তার ছোট ভাই প্রবাসী জমির মিয়া ধারালো অস্ত্র নিয়ে সিএনজি অটোরিকশা গতিরোধ করে হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন সাইদুর ও তার স্ত্রী আনুরা বেগম। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সাইদুর ও তার স্ত্রীকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সাইদুরের আঘাত গুরুত্বর হওয়ায় বিকেলেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলাকারী ওমান প্রবাসী জমির মিয়া মামলার ভয়ে বিদেশ পালানোর জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  আহত আনুরা বেগম জানান, সোমবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত সাইদুরের হাতে অস্ত্রপচার হয়েছে। এখন তাকে মেডিকেলের ৩য় তলার ৯নং ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্ত জমির মিয়া ওমান প্রবাসী এবং আগামী ২২ অক্টোবর তার ওমান চলে যাবার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি সে আগামী কালই দেশ ছেড়ে পালানোর পায়তারা করছে।   এ ব্যপারে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে সাইদুর রহমানের স্ত্রী আনুরা বেগম বাদী হয়ে আরিফ উল্লাহ  তার স্ত্রী রাকিয়া বেগম ও  ছোট ভাই প্রবাসী জমির মিয়া মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেছেন (মামলা নং- জিআর৪২১/২০১৬)। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান,  আদালত থেকে মামলার তদন্তের নির্দেশ দিলে আমরা তদন্ত করে দেখব।