• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রাশার মেশিন উচ্ছেদ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৬

 সংবাদদাতা ::
সিলেটের জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালিয়ে ৬টি ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার যন্ত্র) উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে জাফলংয়ের নলজুরী ও গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চলে। অভিযান চলাকালে সিলেট-তামাবিল মহা সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগ, সরকারি খাস ভূমি ও বন বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপিত ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, তামাবিল বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রশিদ খন্দকারসহ পুলিশ ও বিজিবিরি অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ইউএনও মো. সালাহ উদ্দিন জানান, মহা সড়কের পাশে সরকারি যায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা থেকে ক্রাশার মেশিনসহ অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।