সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দু’পরিবারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক সহ ৩ জন আহত হয়েছে। আহতের মধ্যে ভারতীয় নাগরিক শফিকুর রহমান ওরফে খেলা ও অপর এক নারীকে রক্ষার্থ জখম হওয়ায় বুধবার সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়দল উওর ইউনিয়নের চাঁনপুর সীমান্তবর্তী চাঁনপুর রজনীলাই গ্রামের ফায়েজ ও রোকন উদ্দিন এ ’দুপরিবারের পরিবারের শিশুদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে বুধবার সকাল ৯টার দিকে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে চাঁনপুর রজনী লাইন গ্রামের মুসলিমের স্ত্রী জাহানারা বেগম ও ফায়েজের বাড়িতে থাকা ভগ্নিপতি সীমান্তের ওপারের ট্রাক চালক ও আসাম ষ্টেইটের বাসিন্দা জাকির হোসেনের ছেলে শফিকুর রহমান প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে মাথায় ও চোখে কপালে রক্ষার্থ জখম হন। এ ছাড়াও সংঘর্ষে থামাতে গিয়ে চাঁনপুরের আবুল কালাম নামের অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মীর্জা রিয়াদ হাসান বুধবার শফিকুর ও জাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করে বললেন, শফিকুর ট্যাকেরঘাটের বাসিন্দা পরিচয়ে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।