• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে : পুলিশের হয়রানীর প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৬

দক্ষিণ সুরমা সংবাদদাতা : ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ, সড়কে পুলিশের হয়রানীসহ ছয় দফা দাবিতে নগরীর হুমায়ন রশিদ চত্বরে সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে। তাছাড়া বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা। ফলে দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সরজমিনে দেখা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের তেলীবাজার, চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্বর, স্টেশন রোড মার্কাস পয়েন্ট, মোগলাবাজার, পুলের মুখ, কদমতলী মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা হাতে নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় ও রোগীবাহী গাড়িতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, হাইকোর্টের রায় অমান্য করে ব্যাটারী চালিত অটোরিক্সা রাস্তায় চালানো হচ্ছে। তাছাড়া পদে পদে পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এসব বিষয়সহ ছয়দফা দাবিতে আমরা সমাবেশ করছি। সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখেছেন বলে জানান তিনি।