• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর অপরাধে ১ বছরের দন্ড

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৬

নবীগঞ্জ সংবাদদাতা
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আব্দুল মোহিত নামের এক দোকানদারকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভ্রারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ উক্ত দন্ডাদেশ দেন। দন্ডদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আ. মতিনের ছেলে। সূত্রে জানা যায়, উপজেলার  রসূলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১০) সোমবার সকালে স্থানীয় রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল ক্রয় করতে যায়।  এসময় দোকানদার আব্দুল মোহিত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।  একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা সাথে সাথে দোকানে গেলে দেখতে পান দোকানদার মোহিত ঘটনার পর পরই দোকান বন্ধ করে পালিয়ে যায়।  এরপর স্কুল ছাত্রীর পিতা সামাদুল হক চৌধুরী ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে জানান। অভিযোগ পেয়ে তিনি তাৎনিক ভাবে থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এসময় দোকানদার আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ। পরে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়।