• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লাখাউড়ায় টিলা কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা : মুচলেকায় মুক্তি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লাখাউড়া টিলা কাটার অভিযোগে আলা মিয়া (৪০) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও আমিন আলীকে (১৭) কে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। আলা মিয়া লাউড়া এলাকার খাগড়ি পাড়ার মেম্বর মিয়ার ছেলে ও আমিন আলী একই এলাকার হাফিজ আলীর ছেলে। তাদেরকে টিলা কাটার অভিযোগে সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে গত সোমবার দুপুরে আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিমানবন্দর থানায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হুদা পরিবেশ আইনের ৬ এর খ ধারায় আলা মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং আমিন আলী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, পাহাড় টিলা কার্তন কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। তিনি বলেন, বিমানবন্দর থানা এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।