• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে ছয় বছরে কর আদায় বেড়েছে ২শ’ কোটি টাকা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৬

রফিকুল ইসলাম কামাল
সিলেটে প্রতি বছর কয় আদায়ের পরিমাণ বাড়ছেই। গত অর্ধযুগে কর আদায়ের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে সিলেট কর অঞ্চল থেকে প্রায় ১৭৯ কোটি টাকা কর আদায় করা হয়েছিল। গত অর্থবছরে (২০১৫-১৬) কর আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮৪ কোটি টাকা। এ সময়ের মধ্যে করদাতার সংখ্যা প্রায় ৪৮ হাজার বেড়েছে। সিলেট কর অঞ্চল কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে সিলেট কর অঞ্চলে কর আদায়ের পরিমাণ ছিল ১৭৮ কোটি ৮৬ লাখ টাকা। ২০১১-১২ অর্থবছরে কর আদায় হয় ২৮৪ কোটি ৯৭ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে ৩৭১ কোটি ৮৬ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩৯২ কোটি ৪০ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫৯ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৩৮৪ কোটি টাকা কর আদায় করা হয়।
২০১০-১১ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছরের মধ্যে সিলেট কর অঞ্চলের কর আদায়ের পরিমাণ প্রায় দুইশ’ কোটি টাকা বেড়েছে।  এদিকে গত ছয় বছরে সিলেট কর অঞ্চলে করদাতার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০১০-১১ অর্থবছরে করদাতার সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ২১০ জন। ২০১৫-১৬ অর্থবছরে করদাতার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনে। অর্থাৎ, করদাতার সংখ্যা বেড়েছে ৪৮ হাজার ১৬৯ জন।
কর আদায় ও করদাতা বৃদ্ধি প্রসঙ্গে সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মো. আবু দাউদ বলেন, ‘করবান্ধব পরিবেশ সৃষ্টি, কর কর্মকর্তাদের নজরদারি ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণেই সিলেটে কর আদায়ের পরিমাণ বেড়ে চলেছে।’
এদিকে চলতি ২০১৬-১৭ অর্থবছরে সিলেট কর অঞ্চল থেকে ৫শ’ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে কর কমিশনার আবু দাউদ বলেন, ‘দেশে চলমান ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ থাকলে এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫০০ কোটি টাকা কর আদায় সম্ভব হবে।’
আয়কর প্রদানের হার বৃদ্ধি প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি হাসিন আহমেদ বলেন, ‘আয়কর প্রদান নিয়ে একসময় মানুষের মাঝে ভীতি ছিল। সেই ভীতি কেটে যাওয়ায় এখন তারা স্বতঃস্ফূর্তভাবে আয়কর দিচ্ছেন। আয়কর প্রদানে মানুষের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। হয়রানি পুরোপুরি বন্ধ করা গেলে আয়করের পরিমাণ আরও বাড়বে।’