• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ধৃত ৪ আসামির আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেট জেলার বিয়ানীবাজারে আব্দুল ওয়াহিদ (১৮) হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারিক ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে তারা এ স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম উক্ত ৪ আসামীকে ওই আদালতে হাজির করেন এবং ফৌদারী কায্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেছেন। হাজির করা হয়েছে। ধৃত আসামীরা হচ্ছে- সিলেট বিয়ানীবাজার থানার পাতারিপাড়ার বাহার উদ্দিনের ছেলে রেজাউল করিম (২২), একই এলাকার মৌলভী আবদুল করিমের ছেলে রাজ আহম্মেদ (২০), হাছন আলীর ছেলে মোঃ রাসেল আহম্মদ (২৫) ও আতাউর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান (২৪)। এ ঘটনায় গত বুধবার দিবাগত রাতে নিহতের বাবা আব্দুল মান্নান চারজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩ (০২, ১১, ১৬)। সিলেট বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মামলা দায়েরের পর ওইদিন রাতেই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে গত মঙ্গলবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া হাওরের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।