• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মানহানি মামলায় আদালতে গোলাম মওলা রনি, হয়নি শুনানি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::::  
সাবেক সাংসদ গোলাম মওলা রনি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মানহানির মামলার শুনানি হয়নি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে সারাবান তহুরার আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক সাংসদ গোলাম মওলা রনি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ জানান, গোলাম মওলা রনির হাইকোর্ট থেকে আগাম ৪ সপ্তাহের জামিন থাকায় শুনানি হয়নি। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম বিভাগে গোলাম মওলা রনির লেখা ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ নামক কলামে আইনজীবী সমাজকে হেয় করে ও তাদের বিরুদ্ধে মানহানীকর লেখার অভিযোগে গত ৩ অক্টোবর সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে উক্ত দুই জনকে আসামী করে মামলা (নালিশি মামলা নং সিআর ১১৮৭/২০১৬) করেন অ্যাডভোকেট সাইফুর রহমান। আজ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিলো।