• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জুড়ীতে ১৮ লাখ টাকার চোরাই বাঁশ সহ গাড়ি জব্দ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৬

বিয়ানীবাজার সংবাদদাতা :
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন জুড়ী বিওপি’র টহল দল একটি পিকআপ ভ্যানসহ রিজার্ভ জুড়ীতে ১৮ লাখ টাকার চোরাই বাঁশ সহ গাড়ি জব্দফরেস্ট এলাকা থেকে চোরাইকৃত বাঁশ নিয়ে পালানোর সময় বাঁশ ও ড্রাইভারবিহীন গাড়ি জব্দ করেছে। গতকাল রবিবার ভোরে বিজিবি জুড়ী বিওপি’র টহল দল এ বাঁশ ও গাড়ি জব্দ করে। জব্দকৃত গাড়ি ও বাঁশের মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিয়ানীবাজার সদর দপ্তর সূত্রে জানা যায়, বিজিবি ৫২ ব্যাটালিয়নের জুড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুস সাত্তার এর নেতৃত্বে রবিবার ভোর পৌণে ৬টার দিকে জামকান্দি এলাকা টহলের সময় পাচার কারিরা পালিয়ে যাওয়ার সময়। টহল দল রিজার্ভ ফরেষ্ট হতে চোরাইকৃত এক হাজার বাঁশ এবং নম্বর বিহীন পিকআপ জব্দ করেন। এ ঘটনা বিজিবি একটি ইউডিওআর মামলা (৭১/কুলা-অব ২০১৬-২০১৭ তারিখ ১৩ নভেম্বর ২০১৬) দায়ের করেছে। বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তরের নায়েব জসিম উদ্দিন বলেন, জব্দকৃত মালামাল বনবিট অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।