• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

জানুয়ারী থেকে বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিকশা নিষিদ্ধ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৬

বিশ্বনাথ প্রতিনিধি
হাই-কোর্ট কর্তৃক ব্যাটারী চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করে বন্ধের রোল জারী, বর্তমান সরকারের সড়ক ও সেতু মন্ত্রী অনেক পূর্বেই ব্যাটারী চালিত অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের কড়া নির্দেশ এবং বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারী চালিত অটোরিকশা।  সোমবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির সভায় সর্বসম্মিতে ক্রমে আগামী বছরের পহেলা জানুয়ারী থেকে বিশ্বনাথে অটোরিকশা চলাচল নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আইন-শৃংঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপির চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপির চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপির চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের সভাপতি ময়না মিয়া, বিশ্বনাথ সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ নতুন বাজার অটোরিকশা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক আক্তার হোসেন শাহেদ, শুকরান আহমদ রানা প্রমুখ।