• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

দিরাই বোমা হামলা মামলায় আরিফ ও গৌছের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::::: সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এপিপি শহীদুল হাসমত খোকন জানান, “মামলার অধিকতর তদন্তে দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।” আসামিপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেছেন, “আমরা উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবো।”  উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।