• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিক্ষোভ – মানববন্ধনে উত্তাল সিলেট

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

স্টাফ রিপোর্টার
মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটেও প্রতিদিন বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর: শুক্রবার বাদ জুম্ময়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে, রোহিঙ্গাদের নগরিকত্ব প্রদান ও পুনর্বাসনের দাবী এবং মিয়ানমার সামরিক জান্তার বিচারে দাবী ও ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর। মুফতী মো. ফখরুদ্দীন এর সভাপতিত্বে ও ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী ফয়জুল করিম।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রিয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. মাহমুদুল হাসান, ইসলাম যুব আন্দোলনের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ সহ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
কদমতলী এলাকাবাসী: দক্ষিণ সুরমায় কদমতলী এলাকাবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ কদমতলী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টে হয়ে হুমায়ুন রশিদ চত্ত্বর গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রফিকুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক রকস লিপন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, খসরুজ্জামান খসরু, আনোয়ার আহমদ, রেজাউল ইসলাম রেজা, সুমন আহমদ, নাসির আহমদ, পান্না আহমদ, লায়েক আহমদ, মনছুর আলী মাছুম, আলমগীর আহমদ, মেহেদী হাসান সাজাই, ফরহাদ রহমান, মনির আহমদ, ইয়ামিন, ফাহাদ, মামুন আহমদ, সাদ্দাম, দিপু, বাপ্পি, শপু, সানি প্রমুখ।


কুচাই এলাকাবাসী: দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের কুচাই বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে এক মানববন্ধনে মিলিত হয়। জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী গুলজার আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা তালহা আহমদ ও জামিল আহমদ তালুকদারের পরিচালনায় মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী হাসান মাহমুদ মসরু, মুরুব্বি আব্দুর রউফ দারা, কমর উদ্দিন জালাল, মাহমুদ হাসান শাহীন, যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, নুরুল আলম সুকন, রাসেল আহমদ, আজির উদ্দিন, কাহের আহমদ, ছাত্র নেতা আকবর আলী, হুসেন আহমদ, বাবর আহমদ, নাঈম আহমদ, সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, সামাদ আহমদ, তারেক আহমদ, জাবেদ আহমদ, একরামুল সাব্বির, শাকিল, জাবেদ, বুলবুল, রুহুল আমিন, সমর আহমদ, সুজন, নিয়াজ প্রমুখ। মানববন্ধন শেষে কুচাই জামেয়া মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহিম মিয়ানমারে রোহিঙ্গা মুসলামদের অধিকার প্রতিষ্ঠা ও হত্যাকারীদের বিচার চেয়ে বিশেষ মোনাজাত করেন।


ইশা ছাত্র আন্দোলন: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র সিলেট মহানগরী ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ২নং ওয়ার্ড শাখার সভাপতি মু. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শিব্বির আহমদের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আখতার হোসেন সহ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই যে কর্মীসূচি ঘোষণা করবেন তা পালনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত রয়েছেন।
ঝালোপাড়া এলাকাবাসী: মিয়ানমারে মুসলিম নিধনে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ ঝালোপাড়া মসজিদের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ঝালোপাড়া এলাকাবাসী। ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মুহিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ, হাজ্বী আব্বাস উদ্দিন জালালী, ঝালোপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে হাজ্বী আব্দুল মালেক, জালালাবদ সূর্য মূখী যুব সংঘের সভাপতি মো. মামুন হোসেন, উপদেষ্ঠা কমিটির পক্ষ থেকে সাখাওয়াত হেসেন রাজু, ঝালোপাড়া মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট মুরব্বী শাহিন আহমদ, কয়সর রশিদ, আমিরুল ইসলাম, জিয়াউল ইসলাম, ঝালোপাড়া সাধারণ সম্পাদক শেখ সাদি কমল, সহ সাধারণ সম্পাদক জহির রায়হান খোকন, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, খায়রুল আলম, মাওলানা ওমর উদ্দিন রানা প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝালোপাড়া পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, জালালাবাদ সূর্য মূখী যুব সংঘসহ ঝালোপাড়া এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্র সংস্থা: কোম্পানীগঞ্জ দলইরগাঁওস্থ নাসরুল মুসলিমীন ইসলামী ছাত্র সংস্থা’র উদ্যোগে ক্রবার বিকেলে দলইরগাও মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জফির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেদাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার মাওলানা জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা কাওছার আহমদ, যুব নেতা আলা উদ্দিন, এম. সুহেল আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল জলিল, মাওলানা আব্দুল গণি, আব্দুল গফুর, মাওলানা হাবিবুর রহমান, আব্দুশ শহিদ, আব্দুর রহিম, কাওছার আহমদ, জুনেদ আহমদ, রুহুল আমিন, সুহান আহমদ, কালাম উদ্দিন, জহুর উদ্দিন, আব্দুল কাদির, কয়েছ আহমদ, ইসমাইল আলী, আবু বক্কর মনসুর, রুহুল আলী প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ।
জালালী সমাজকল্যাণ সংস্থা: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে জালালী সমাজকল্যাণ সংস্থা, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। শুক্রবার বাদ জুমআ ইলেকট্রিক সাপ্লাই রোড সংল্গন্ন রিয়াজ উল্লাহ ওয়াকফ এ্যাস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন ধর্ম প্রাণ মুসল্লিগণ। জালালী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মন্তাজ হোসেন মুন্না এর পরিচালনায় এবং উক্ত সংগঠনের সভাপতি কয়ছর আহমদ রফি এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব। সমাবেশে আরো বক্তব্য রাখেন, রিয়াজ উল্লাহ জামে মসজিদ এর ইমাম মাওলানা মুজিবুর রহমান, মসজিদের মোতাওয়াল্লী দবির আহমদ, শাহ ওয়ালী উল্লাহ (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, রাজনিতিবিদ এম.কে নোমান, কাজিটুলা জামে মসজিদের সেক্রেটারি কামাল আহমদ কামরান, দুবাই প্রবাসী মুজিবুর রহমান চোধূরী, বাচ্চু পীর সাহেব, শরীফ আহমদ, রফিক আহমদ, আমীর হোসেন, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, জাফর আহমদ, সিকন্দর আহমদ, মহিউদ্দিন মানিক, সমাবেশে উপস্থিত ছিলেন জালালী সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি বাবলু আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল, ক্রীড়া সম্পাদক মিজু আহমদ, উপদেষ্টা সাবেক ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মছব্বির আলী, শফিকুল ইসলাম, ইমরান আহমদ, বাবলা চৌধুরী, সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমদ, সাংবাদিক আকমল হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাতুল জুমন,সদস্য মকবুল হেসেন, সোহেল আহমদ, রাকিব আহমদ, রুবেল আহমদ, জয় আহমদ, আলেক খান, দুলাল খান, প্রমূখ।


ইউএসও: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বাদ জুমআ পূর্ব ঘোষিত প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী সম্পন্ন পালন করেছে সিলেটের ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন (ইউএসও)। এতে সিলেটের বেশ ক’টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, সমাজসেবী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জুনেদুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম শিপলু, ভাইস চেয়ারম্যান মো. এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মো. শেখ সুয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সূত্রধর, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হানিফ উদ্দীন জুয়েল ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মো. আব্দুল আজিজ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কলার্স কেয়ার কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মারুফ খাঁন মুন্না, স্বেচ্ছাসেবী সংগঠন এলিভেট ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাফল্য কোচিং সেন্টার এর পরিচালক মো. শাহ আলম, সমাজসেবী তৌকির খাঁন পিনু, নূরে আলম মিনাল, তারেকুল ইসলাম, প্রেম প্রসাদ ও ইকবাল মাহমুদ। এতে অন্যান্যদের মধ্যে সংগঠনের নির্বাহী সদস্য মো. আবু বকর শিমু, মো. মাহিন মাহফুজ, মো. শেখ রাসেল আহমদসহ সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।


কর্মসূচী পালনে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে হত্যাযজ্ঞ ও বর্বরতা চলছে তা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানাবে। বর্তমানে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন হত্যা করা হচ্ছে তাতে বিশ্বের সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা মিয়ানমারে অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারী দেন।