• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় ২ বছরেও শুরু হয়নি সরকারী উচ্চ বিদ্যালয়’র নির্মাণ কাজ

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় নতুন সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজ ২ বছরেও শুরু হয়নি। গত দুই বছর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে নতুন দুটি সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১/১১ এর পর সিলেটে সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। দুই বছর পূর্বে দুটি সরকারী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকায়। একই সময় অপরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে।
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভাগীয় কমিশনার অফিসে পূর্বপাশের ভূমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু লাক্কাতুরা চা বাগান এলাকায় ৪ তলা বিশিষ্ট সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণ শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায়। কিন্তু যে স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেখানে ভূমি জটিলতা দেখা দেওয়ায় উচ্চ বিদ্যালয়টির আজও নির্মাণ কাজ শুরু হয়নি। বর্তমানে এ স্থান থেকে আরো আধা কিলোমিটার দূরে সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণের ভূমি নির্ধারণ করা হয়েছে। সেখানে একটি সাইনবোর্ডে সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান বলে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর আর কোন কাজ চোখে পড়েনি। দক্ষিণ সুরমা ও এই অঞ্চলের জনগণ আশা করেছিল তাদের ছেলে মেয়েরা ২০১৭ সালের জানুয়ারী থেকে নতুন এই সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কিন্তু ভূমি জটিলতার কারণে তা সম্ভব হলো না। এ ব্যাপারে সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমি জটিলতার কারণে বিদ্যালয়টির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে নিকটবর্তী বিদ্যালয়টি স্থাপনের জন্য ভূমি পাওয়া গেছে, চলতি বছরের ডিসেম্বরে কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।