• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কাস্ত্রো ছিলেন শ্রমজীবী মানুষের সংগ্রামে প্রেরণার উৎস

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা, বিশ্বের নিপীড়িত মানুষের প্রেরণার উৎস, সমাজতান্ত্রিক কিউবার সাবেক প্রেসিডেন্ট কমরেড ফিদেল কাস্ত্রো’র স্মরণে সিলেটে এক শোকসভা শনিবার অনুষ্ঠিত হয়। ‘কমরেড ফিদেল কাস্ত্রো শোক সভা কমিটি, সিলেট’ এর উদ্যোগে বিকেল ৪টায় রেজিষ্ট্রারী মাঠ হতে শোক র‌্যালী শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোক সভায় মিলিত হয়।
শোক সভার শুরুতে কমরেড ফিদেল কাস্ত্রো এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উদীচী সিলেট জেলার শিল্পীরা ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ পরিবেশন করেন। শোকসভায় সভাপতিত্ব করেন শোক সভা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট হুমায়ূন রশিদ সোয়েব। বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এড. বেদানন্দ ভট্টাচার্য, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকা, ন্যাপ সিলেট মহানগরের আহ্বায়ক ইছহাক আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দার আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সিলেট জেলার নেতা অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা সুমন, জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন জাসদ নেতা মনির উদ্দিন মাস্টার, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট বামপন্থি নেতা নেছার আহমদ কাওছার, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।
শোক সভায় আলোচকবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতা শুধুমাত্র কিউবার নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামেই নেতৃত্ব প্রদান করেন নি। তিনি সকল দেশের সকল শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন। -বিজ্ঞপ্তি