• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বিশ্বে দীর্ঘতম পথ পাড়ি দিলো কাতার এয়ারওয়েজ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :::: কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট দীর্ঘতম পথ পাড়ি দিয়ে সোমবার নিউজিল্যান্ডে অবতরণ করেছে। দোহা-অকল্যান্ড রুটে সার্ভিস দিতে ফ্লাইটটিকে ১৪ হাজার ৫৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এ পর্যন্ত কোন ফ্লাইটের এটি দীর্ঘতম পথ পাড়ি দেয়ার রেকর্ড। ওই এয়ারলাইন্সের টুইট করা এক বার্তায় বলা হয়, ‘আমাদের ফ্লাইট কিউআর৯২০ স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় রোববার ১৮২৫ টা) অকল্যান্ডে আনুষ্ঠানিকভাবে অবতরণ করে। ১৬ ঘন্টা ২৩ মিনিট উড়ার পর নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই দূর যাত্রার বোয়িং ৭৭৭-২০০এলআর সেখানে অবতরণ করে।
কাতার এয়ারওয়েজ জানায়, ফ্লাইটটিতে চারজন পাইলট ও ১৫ জন কেবিন ক্রু দায়িত্বে ছিলো। দীর্ঘ এ পথ অতিক্রম করতে কেবিন ক্রুরা এক হাজার ১শ’ কাপ চা ও কফি, দুই হাজার বোতল কোল্ড ড্রিংকস এবং এক হাজার ৩৬ প্লেট খাবার সরবরাহ করেন।