• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহ আরেফিন টিলা ধস : নিহত ২ শ্রমিকের লাশ উদ্ধার : মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৯
শাহ আরেফিন টিলা ধস : নিহত ২ শ্রমিকের লাশ উদ্ধার : মামলা দায়ের

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে একজনের ও মঙ্গলবার সকালে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে সোমবার বিকাল ৩টার দিকে চিকাডহর গ্রামের একটি গর্তে এ দুর্ঘটনাটি ঘটে।

দীর্ঘদিন ধরে এ গর্তে ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সেলিম মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।