• ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘পন্নিয়ান সেলভান’

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৯
ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘পন্নিয়ান সেলভান’

বিনোদন ডেস্ক :::: দীর্ঘ ন’বছর পর অনস্ক্রিন কামব্যাক করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। সৌজন্যে অনুরাগ কাশ্যপ প্রোডাকশনের ‘গুলাব জামুন’। কিন্তু দিন দু’য়েক আগে জানা গিয়েছে, সেই ছবিতে অভিনয় করবেন না এ অভিনেত্রী। তবে নতুন খবর পাওয়া গেলো এবার। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পন্নিয়ান সেলভান’ অবলম্বনে সিনেমা তৈরি করতে চলেছেন মণি রতœম। বিগ বাজেটের এই ঐতিহাসিক ছবিতে অমিতাভ বচ্চনের নাম আগেই ভেবেছিলেন পরিচালক। সদ্য সে ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়াও। আগামী ১৪ জানুয়ারি পোঙ্গল উৎসবের সময় নাকি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন মণিরত্নম। ঐশ্বর্য বলেন, এ ছবির গল্প অত্যন্ত মনে ধরেছে আমার।

তাছাড়া আমার চরিত্রটিও চমৎকার। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।