• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৭ ফেব্রুয়ারি বারখলা রূপালী যুব সংঘের বার্ষিক ওয়াজ মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৯
৭ ফেব্রুয়ারি বারখলা রূপালী যুব সংঘের বার্ষিক ওয়াজ মাহফিল

৭ ফেব্রুয়ারি বারখলা রূপালী যুব সংঘের বার্ষিক ওয়াজ মাহফিল

 সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বারখলা রূপালী যুব সংঘের উদ্যোগে ৮তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন আগামী ৭ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।  সেদিন বারখলা এ ব্লকের ভেতরের মাঠে বেলা ২টা হতে মধ্যরাত পর্যন্ত দেশের সুনামধন্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত পেশ করবেন। তারা ইহকাল-পরকাল, নামাজ, নাযাত, দ্বীন ও ইসলামের বিভিন্ন ধিক তোলে ধরে বয়ান করবেন। বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টিভির মিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা নুরুল হক জিহাদী আল নাঈমী (ঢাকা), প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মধুরকন্ঠী বক্তা হযরত মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী (ফেনী), বিশেষ অতিথি হিসেবে আরো বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ হযরত মাওলানা আব্দুর শাখুর, হযরত মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ। আর মহা সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে নছিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মাহবুব আহমদ নাঈমী। এরই মধ্যে শেষ পর্যায়ে চলছে মাহফিলের যাবতীয় প্রস্ততির কাজ।  মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াবে অংশ নিতে উপস্থিত থাকতে আহবাণ করেছেন ক্লাবের সহ-সভাপতি জাবেদ এমরান ও ওয়াজ মাহফিল পরিচালনা কমিটি। বিজ্ঞপ্তি