• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাউথ ছাতক স্পোর্টিং ক্লাব’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মে ২৩, ২০১৯
সাউথ ছাতক স্পোর্টিং ক্লাব’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটস্থ বসবাসকারী দক্ষিণ ছাতকের যুবক ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক ও ক্রীড়া সংগঠন “সাউথ ছাতক স্পোর্টিং ক্লাব, সিলেট” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর মদিনা মার্কেট একটি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংঠনের সভাপতি মুজাহিদ আলীর সভাপতিত্বে ও পরিচালক টি.এম রায়হান আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস শহিদ মুহিত।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা ও সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক আফজাল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ রিপন, জসিম উদ্দিন ভূইয়া ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন ভূইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ট্রাস্ট আই.ই.এল.টি.এস এর পরিচালক বিল্লাল আহমদ, ওসমানী মেডিকেল কলেজ কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, মাহবুবুর রহমান রুহেল, যুবলীগ নেতা জসিম উদ্দিন, অলিউর রহমান আলেক।
এছাড়াও সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদুল হক সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দীপু, পরিচালক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর হাসান, সহ-কোষাধ্যক্ষ হাসান আহমেদ, অফিস সম্পাদক রহিম উদ্দিন। এসময় আরো উপস্থিতি ছিলেন সংগঠনের সদস্য সালাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন, আবু তারেক, নাজমুল হক, আমিন হোসাইন, সাইফ আহমদ নাঈম, নাজমুল ইসলাম, মোহাম্মদ আলী, রিয়াজ আল মামুন প্রমুখ।
আলোচনা সভায় শেষে সংগঠনের সভাপতি মোজাহিদ আলী সিংচাপইড় ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংগঠনের নেতৃত্ববৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইফতার মাহফিলের বিশেষ অতিথি জসিম উদ্দিন ভূইয়া সংগঠনকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।