• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘোলা পানিতে মাছ শিকারীদের সতর্ক করলেন চেয়ারম্যান কালাম 

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
ঘোলা পানিতে মাছ শিকারীদের সতর্ক করলেন চেয়ারম্যান কালাম 

সিলেট সুরমা ডেস্ক : র‌্যাব পরিচয়ে হুমকী-পর্দার অন্তরালে থেকে ফেসবুকে গালিগালাজকারীদের সতর্ক করলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

পর্দার অন্তরালে থেকে কথিপয় অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের এমন গর্হিত আচরণ থেকে বিরত থেকে এলাকার উন্নয়নকাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ আহবান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে গুজব, কল্পকাহিনী তৈরী করে ফেসবুকে পরিবার-পরিজন তুলে অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। গত ৫ আগস্ট সকালে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক চলছিল। এমন সময় সকাল ১১ টা ৫৭ মিনিটে ০১৩১৮-৬৭৭১৩০ নাম্বার থেকে তাঁর ব্যবহৃত মোবাইলে ফোন করে অপর প্রান্ত থেকে মাসুদ নামের জনৈক লোক ঢাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা স্পেশাল ফোর্সের অফিসার পরিচয় দেন।
ওই নাম্বার থেকে ফোন করে বলা হয়, ‘আমার ইউনিয়নের জাকির নামের একজনকে ঢাকা গ্রেফতার করেছেন। তার সঙ্গে কথা বলতে বলা হয়। তিনি তখন কথা বলেন এবং অফিসার পরিচয়দানকারীকে বলেন, জাকির ভাল ছেলে, কিন্তু তার সঙ্গে কথা বলানোটা ঠিক হয়নি, আইনের কাজ, আইনের গতিতে করতে বলেন। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের গুজব, কল্প কাহিনী তৈরী করে পরিবার-পরিজনসহ তাকে নিয়ে নোংরা অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে, অভিযোগ চেয়ারম্যানের।
একইভাবে ওই ঘটনা সংগঠিত হওয়ার প্রায় ১৫ দিন আগে আরো দু‘টি নাম্বার থেকে (০১৯০৩-১০০৮৭৯ ও ০১৭১৫ ০৮৬৫৭৫) ফোন করে র‌্যাব-৯ এর পরিচয় দিয়ে বলা হয়, জনৈক ইব্রাহিম খলিল তাদের কাছে অভিযোগ করেছেন, ইউনিয়নে চোর, ডাকাত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নাকি প্রশ্রয় দিচ্ছি। প্রতিউত্তরে ইব্রাহিমের কাছ থেকে সন্ত্রাসী চাঁদাবাজদের নাম বলতে বলেছিলেন তিনি।

চেয়ারম্যান আবুল কালামের মতে, কতিপয় লোক একসঙ্গে জড়ো হয়ে এক টেবিলে বসে ফোনে এমন হুমকি দিচ্ছেন তাকে। তিনি বলেন, কুচাই ইউনিয়নের উন্নয়নে তিনি দিন-রাত কষ্ট করছেন। অথচ পর্দার অন্তরালে থাকা নিজ এলাকারই কথিপয় ভাই-ভাতিজারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। যে কারণে এমন অপরাধ-অপকর্ম থেকে তাদের বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।

জাকির হঠাৎ করে বিরুদ্ধাচারণ করার বিষয়ে চেয়ারম্যান বলেন, গত নির্বাচনে জাকির তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সেই ক্ষোভ থেকে তার বিরুদ্ধাচারণ করা হচ্ছে। অথচ ওই জাকির পরবর্তীতে বলেছিল ভাই আপনি আমার অনেক বড় উপকার করেছে। আবার তাকে মেরে ফেলার জন্য নাকি আমি চক্রান্ত করেছিলাম, এমন ভুয়া তথ্যে অপপ্রচার চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রাব্য গালিগালাজ চলছে। এরপরও কুচাই ইউনিয়নের উন্নয়ন কাজ সকলের সহযোগীতায় এগিয়ে যান

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য আব্দুল বাছিত, আলতাফুর রহমান, সমরেশ দেব্নাথ, রাজু আহমদ, আহমদ আলী, মো. মইন উদ্দিন, কামাল আহমদ কাবুল, শাহজাহান রহিম, সবুজ কুমার বিশ্বাস, রাজিয়া বেগম, লিলি বেগম, রিহাদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও কোষাধ্যক্ষ সামছুল হক মানিক প্রমুখ।