• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে সংখ্যালঘু সম্প্রদায়ের কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০১৯
কানাইঘাটে সংখ্যালঘু সম্প্রদায়ের কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার

কানাইঘাট প্রতিনিধি :
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের মৃত অরুণ দাসের মেয়ে মিতা দাস গতকাল গণধর্ষণের শিকার হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরেই ধর্ষণের শিকার হন মিতা। স্থানীয় সুত্রে জানা যায় একই গ্রামের হাজি মো: মানিক মিয়া, সুমন মিয়া, জসিম উদ্দিন ও বিলাল আহমেদ দ্বারা ধর্ষণের শিকার হন মিতা দাস। ধর্ষণের শিকার মিতাকে স্থানীয় লোকজন উদ্ধার করে এবং প্রশাসনকে খবর দিলে মিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে জানাযায় মৃত অরুন দাসের ছেলে অসিত দাস অস্ত্র মামলার একজন সাজাপ্রাপ্ত অবস্থায় জেল হাজতে। তাকে জেল থেকে মুক্তি করার জন্য ধর্ষিতার মাতা ময়না রানী দাস তিনির নামের জায়গা হাজি মো: মানিক মিয়া দখল করে । উক্ত জায়গা গোপনে বিক্রি করার সিদ্ধান্ত নিলে তার মেয়েকে মানিক মিয়া সহ একই গ্রামের সুমন, জসিম, বিলাল মিলে ধর্ষণ করে। ধর্ষিতার আর্ত চিৎকার করলে স্থানীয় লোকজন প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । সন্দেহভাজন আসামীগন পলাতক অবস্থায় আছে এবং প্রশাসন মামলার প্রস্তুতি নিচ্ছে।