ঢাকা ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
প্রতিনিধি কানাইঘাট : কানাইঘাট পাথর কোয়ারীতে ইউএনও’র অভিযান সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় কোটি টাকা মূলের যন্ত্রাংশ বিকল করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাথর কোয়ারীর বড়গ্রাম থেকে মুলাগুল বাজার এলাকার পর্যন্ত চালানো হয় এ অভিযান। সিলেট জেলা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। এ সময় বড়গ্রাম এলাকা হতে মুলাগুল বাজার পর্যন্ত অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিটি গর্তে অভিযান চালিয়ে ২৬টি শ্যালোমেশিন, ৭টি এক্সেভেটর, ৩টি ফেলোডার ও ৩টি ট্রাক্টর বিকল করে দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, সেকেন্ড অফিসার এস.আই হুমায়ুন কবির, এস.আই স্বপন চন্দ্র সরকার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বারিউল করিম খান জানান, ‘অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য তৈরি প্রায় প্রতিটি গর্তে অভিযান চালানো হয়েছে। এতে প্রায় কোটি টাকার পাথর উত্তোলনের যন্ত্রপাতি বিকল করে দেয়া হয়েছে। অভিযানের পরও যারা অবৈধভাবে পাথর উত্তোলন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ট্রাক্স ফোর্সের মাধ্যমে অভিযানও পরিচালনা করা হবে।’ উল্লেখ্য, প্রকৃতির সৌন্দর্যের লোভাছড়া পাথর কোয়ারীতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাথর খেকো চক্র সম্পূর্ণ বিধি বহির্ভূত ভাবে বড় বড় গর্ত খনন করে অবৈধ ভাবে পাথর উত্তোলন শুরু করে। এতে ঐ এলাকার প্রাকৃতিক পরিবেশ, শিক্ষা-প্রতিষ্ঠান ও রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি