• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জঙ্গিদের সোয়া দুই লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::::
সন্ত্রাস মোকাবিলায় সামিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও। সন্ত্রাসী কর্মকান্ড প্রচার করার অভিযোগে বিশ্বব্যাপী ২ লক্ষ ৩৫ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এই নিয়ে বন্ধ হওয়া মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৬০ হাজার। ২০১৫ থেকেই বিশ্বব্যাপী সন্ত্রাসের প্রচার নির্মূল করতে সচেষ্ট টুইটার। সংস্থার তরফে জানানো হয়েছে, মুক্ত চিন্তাধারার সঙ্গে সন্ত্রাসমূলক প্রচারের তফাত বের করতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।
টুইটার জানিয়েছে, একদিকে তারা মুক্ত মতামত প্রকাশকে রক্ষা করতে বদ্ধপরিকর। অন্যদিকে, জঙ্গি সংগঠনগুলি যাতে কোনওমতে হিংসাত্মক ও বিদ্বেষমূলক পোস্টের প্রচার না করতে পারে, তা নজর রাখাটাও ছিল জরুরি। ফলে, দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে চাপে ছিল সংস্থা। প্রসঙ্গত, একই অভিযোগে গত ফেব্রুয়ারি মাসেই ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্টকে নিষিদ্ধ করেছিল টুইটার। কিন্তু, তারপরই বিশ্বজুড়ে সন্ত্রাস হামলা আরও বৃদ্ধি পায়।