• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা

নাঈম আহমদ, লন্ডন থেকে :: গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের প্রত্যাহারের দাবীতে লন্ডনে প্রতিবাদ সভা করেছে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। গত সোমবার লন্ডনের বেথনালগ্রিন কফি কর্ণার হলের কনফারেন্স রুমে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের লন্ডন মহানগর শাখার সভাপতি মোঃ আশরাফ আহমেদের সভাপতিত্বে, সেক্রেটারি মাহফুজ চৌধুরী ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উপদেষ্টা শাহরিয়ার আলম শিপার।

মানবাধিকার কর্মী মো: আশরাফুল আলমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, ইষ্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ শিমুল, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ তফুর আহমদ ও তাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মিনহাজ উদদীন খান, শরিফ আহমেদ মুর্শেদ, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু, মানবাধিকার কর্মী মোঃ আব্দুল কাদির জিলানী, নিরাপদ বাংলাদেশ চাই ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, মোহাম্মদ মাজেদ হুসেন, জাবিদ এনামুল হক, রেজাউল করিম রাবিব, আব্দুল হালিম, জামাল উদ্দিন আহমদ, সাইফুল ইসলাম, সাব্বির স্বপন, আমিরুল মোমিন রেজা, শিমুল ইসলাম, মো শাহিন আলম, মো শামিম হুসেন, মো একরামুল হক, আব্দুল আলী ও নাদিয়া ফাতেমা।