• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হেতিমগঞ্জে মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যোগপোযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্যে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের বেশী বেশী করে স্বপ্ন দেখালেই তারাই একদিন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।  বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যেতে হবে।
তিনি  শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের হেলিমিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোনারতরী সমাজ কল্যাণ সংস্থার মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহবাবুল করিমের সভাপতিত্বে ও সংস্থার সহ-সভাপতি সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন গৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, লক্ষীপাশা ইউপি মেম্বার রুহেল আহমদ,  বিশিষ্ট সমাজসেবক আব্দুল হানিফ খান, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সভাপতি কামাল উদ্দিন খান বেলাল, বিশিষ্ট মুরব্বী আনা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মাহবুব আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, কামরান আহমদ, মারজান আহমদ, সাইয়ান, মান্নান, সাফি, সাব্বির খান, জুবেল, আজিজুল, বকর,  শুভ, কুদ্দুছ, ফাহিম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শিহাব আহমদ। পরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি ।