• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

হাসিনা-শি জিনপিং ২৬টি বিষয়ে চুক্তি

প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::::::::::::: বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক বৈঠক শেষে জানানো হয়েছে দু দেশের মধ্যে ২৬টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে ঢাকা পৌঁছুলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
শুক্রবার বেলা পৌনে বারটার দিকে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় চীনের প্রেসিডেন্টের এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
প্রায় তিন দশক পর চীনের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন। তবে, শি জিনপিং এর বাংলাদেশে এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১০ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের এই সফরের সময় ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধি দলে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন।
শি জিনপিং কে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমার মধ্যে প্রবেশ করলে বাংলাদেশের বিমান বাহিনীর তিনটি বিমান তাঁকে পাহারা দিয়ে নিয়ে আসে।
বিমানবন্দরে তাঁকে সামরিক বাহিনীর একটি সুজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
তিনি বিমানবন্দরের কাছেই একটি হোটেলে থাকছেন। সেখান থেকে বিকেল তিনটায় চীনের প্রেসিডেন্ট যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনার পর দ্বিপক্ষীয় চুক্তিগুলো সই হবে।
এরপর তিনি হোটেলে ফিরলে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া।
সন্ধ্যায় বঙ্গভবনে দুই দেশের রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ এবং শি জিনপিং বৈঠক করবেন।
এরপর বঙ্গভবনেই চীনের প্রেসিডেন্টের সন্মানে বাংলাদেশের রাষ্ট্রপতি নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
চীনের প্রেসিডেন্ট শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।তার পরই তাঁর ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে।