ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 3:33 AM, November 22, 2016
স্টাফ রিপোর্টার
সিলেটের কোম্পানীগঞ্জে কয়েলের আগুন থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ২ টায় উপজেলার বুড়দেও গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ফয়জুর রহমান (৫২) উপজেলার বুড়দেও গ্রামের মৃত মুজেফর আলীর ছেলে। রোববার দুপুর ২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সূত্রে জানা যায়, কয়েলের আগুন থেকে ফয়জুর রহমানের বিছানা ও মশারিতে আগুন লাগে। এক পর্যায়ে আগুন তার শরীরে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ঘরের লোকজন গিয়ে আগুন নেভানোর আগেই মারাত্মক দগ্ধ হন তিনি। এই অবস্থায় প্রথমে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়। নিহত ফয়জুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক। পেশায় তিনি একজন দিনমজুর। ঘটনার সময় ঘরে তিনি একা ছিলেন বলে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম আগুনে দগ্ধ হয়ে ফয়জুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধ ব্যাক্তির ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি