• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বেঙ্গল উৎসবে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি, পুলিশের গুলি, আটক ৩

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: সিলেটের মাছিমপুর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের প্রবেশ মুখে শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা রক্ষীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ২১  রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে আতংকিত হয়ে সংস্কৃতি উৎসব দেখতে আসা দর্শনার্থীরা ছুটাছুটি করতে থাকে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ শাহজালাল সিটি কলেজের ৩ শিক্ষার্থীকে আটক করেছে। তবে তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।মোটর সাইকেল জব্দ কালার নীল পালসার নং-সিলেট ল-১১-৫০৬৬
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা গেছে,  মাছিমপুর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের প্রবেশ মুখেয় শাহজালাল সিটি কলেজ। ওই কলেজের শিক্ষার্থীরা সোমবার রাত পৌনে ৯টার দিকে প্রিন্সিপাল (অধ্যক্ষকে সাথে নিয়ে) বেঙ্গল সাংস্কৃতিক উৎসব দেখতে যায়। এসময় নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের সাথে কথাকাটাকাটি হয় শিক্ষার্থীদের । এসময় শিক্ষার্থীসহ কলেজের অধ্যক্ষকে গালিগালাজের অভিযোগে সিটি কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে এসময় পুলিশ ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজন কান্তি গুপ্ত জানান, শাহজালাল সিটি কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থীরা জোরপূর্বক অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষকারী দায়িত্বে থাকা কর্মীরা বাধাঁ দেয়। এসময় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
এব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।